হৃদয় মাঝে লাগলে তোমার বাতাস,
ঢেউ হয়ে রক্ত দোলে রাতে—
যৌবনটা ফিরে ফিরে আসে
আনন্দ রেণু ভাসে প্রাণের স্রোতে।

কোকিল যদি ডাকে বিনা কাজে
শুভ্র কেশ লুকায় তখন লাজে।
বাঁচার পথে ফুট কড়াই ফোটে,
জীবন বীণা ঝংকারিয়ে বাজে।

হৃদয় মাঝে লাগলে তোমার বাতাস
প্রাণটা যেন শরৎ সাজে, সাজে।