অপেক্ষাতেই আমার বাস,
অপেক্ষাতেই আমার আশ‌
অপেক্ষাতেই জীবন ভরে,
হাসি কান্নায় নিয়েছি শ্বাস।

অপেক্ষাতেই আমি খুশী
অপেক্ষাতেই মধু বেশী,
অপেক্ষাতেই কাঁদব আমি—
ডুব দিয়ে যে তুলব হাসি।

অপেক্ষাতেই তোমায় পাওয়া
অপেক্ষাতেই লাগল হাওয়া
অপেক্ষাতেই বুঝব আমি—
পূর্ণ হল সকল চাওয়া।