অপূর্ব ত্যাগ
গাজী আব্দুল্লাহেল বাকী

দুয়ারে দুয়ারে হাঁকি দুটো ভাত চায়
পথিক ভিখারী এক
দু’দিন উপসে দিন কাটে তার
রোগা দেহ চেয়ে দেখ।
কেন যে তাহার এ দশা আজকে
সমাজের বুকভরা
বিষাদ ছলনা অসৎ উপায়
নীতিগুলো সব গড়া।
এ বাড়ি ছাড়িয়া ও বাড়ির দ্বারে
বলে বাবা মরে যাই
ভাতের অভাবে শহরের পথে
ঘুরে ফিরে চলি তাই।
পাঁজরের হাড় বেরিয়েছে ফুটে
মুখখানি হল রোগা
চোখের কোঠরে জেগেছে কালিমা
মনে হয় জ্বরে ভোগা।
মাথার চাদিতে শুকনো মলিন .
তেলহীন চুলগুলো
ভিখারী যদিও মানুষ তাহারা
জীবন পথের ধুলো।
দুই চোখ বেয়ে দরদর ঝরে
দুঃখের অশ্রুধারা
হঠাৎ আসলো অন্ধ ভিখারী
আকাশে ফুটলো তারা।
চিৎকার শুনে রোগা ভিখারীর
অন্ধের বুক ফাটে
একটা টাকার নোটের লাগিয়া
খুঁজলো তাহার গাটে।
করলো বাহির একখানি নোট
দিল ফকিরের করে
ক্ষুধায় কাতর চলল ফকির
হোটেলের ছোট ঘরে।
ভিখারী মানুষে এমন মহিমা
অপরূপ এই দান
অন্ধ ভিখারী দিল পরিচয়
সত্যের অভিযান।