যারে ভালোবাসি
গাজী আবদুল্লাহেল বাকী


কাঠবেড়ালীর সুড়সুড়ে লেজের মতো চোখে তোমাকে মানায়
সুন্দরের অবাধ মহীরুহ জন্মের ভিতর,
প্রশান্তির বিম্বিত এক ঝলকা দেহটার মাঝে
যেখানে সময়ের ম্যাপে তুমি রেখা হয়ে আছো জেগে।
তোমার দৃষ্টিতে ঝরে পৃথিবীর
সকল সৌন্দর্য প্রেমের নীরব উৎস।

সরুচুল তোমার কৃষ্ণলৌহ রঙ কিরীটের শোভা,
সিঁথির গলিতে নিকুঞ্জ আলোর রেখা,
তোমার হাসিতে আলোকিত সকল বেদনা,
তুলে নিয়ে হেলেনের রূপ প্রশান্ত হৃদয়ে
আলো-আঁধারের মাঝে যেখানে অপূর্ব প্রেমের খেলা।
পৃথিবীতে ভেবেছিলো যারা অসংখ্য সুখের রাত,
খ্যাতির উজ্জ্বল দিন, বহু অজস্র সম্মান
মুছেছিলো তাদের মুখের সবুজ ফেনা
তোমার হাসির আকুল আঁচলে।
কম্পমান সকল দিনের অস্তাচলে
তোমার চোখে যায় ডুবে বিনিদ্র রাতের চিন্তার আকাশ,
যেথায় ফুটে ওঠে জ¦লন্ত এক নবীন বাসনা,
তাই কাঠবেড়ালীর সুড়সুড়ে লেজের মতো চোখে তোমাকে মানায়,
হঠাৎ উন্নত কাঠবেড়ালীর লেজের মতো
সেদিন যেমন তুমি তাকিয়েছিলে।  
                                (ভালোবাসার কবিতা বই)