কে দায়ী
গাজী আবদুল্লাহেল বাকী

নির্দেশ নেমে এলো। আমি জন্ম নিলাম
আমার পিতা-মাতার সম্মতি ছাড়াই,
কারণ ও ফলাফল সকলেরই অজানা।
একটি শিশু কেঁদে উঠলো যেমন এক টুকরো মেঘ
অজানা ও অনাবিস্কৃত দিগন্ত হতে ভেসে আসে
এবং হারিয়ে যায় এক পশলা মুষলধারার মতো।
এভাবেই স্মৃতির শুরু
জীবনের গতির সাথে প্রবাহিত,
কিন্তু অকুস্থলে থেমে যায় মূল্যবান মুহূর্তগুলো
যেথায় চাঁদের চোখ নিভে আসে সূর্যের প্রাবল্যে।
আমি জন্মেছি একটি পরিকল্পিত গ্রহে
যা গেয়ে চলে একই গান,
‘কক্ষটি পূর্ণ, মুহূর্তটি শুন্য,
‘মুহূর্তটি পূর্ণ, কক্ষটি শূন্য।’
বর্ষার ধারা শুকিয়ে আসে ঘুচে যায় দূরত্ব,
আমি জন্মেছিলাম আমার সম্মতি ছাড়াই।

(কবিতাটি ভূমিকাসহ ক্যাসেট এ্যালবামে প্রকাশের জন্য আমেরিকাস্থ “ইন্টারন্যাশনাল লাইব্রেরী অব পোয়েট্রি” কর্তৃক নির্বাচিত।)