কোন পথে  
গাজী আবদুল্লাহেল বাকী

সত্য  ও মিথ্যায় আমাদের দিন কেটে যায়
এটাই সত্যি ভাগ্যবানের থালায় যখন গরম ভাত,
কাজে কথায়, চলা ও ফেরায়, উঠা ও বসায়,
মিথ্যা উঠানামা করে আমাদের ইচ্ছামত
কতদিন তওবা করেছি, কতবার মনে মনে
এঁকেছি সংকল্প মিথ্যাকে ত্যাগ করবোই, তবুও
ছাড়ে না মিথ্যা আমাদের, আমরাও ছাড়ি না তাকে
সত্য জর্জরিত করে তোলে সকল আকাঙ্ক্ষা,
সাদামাটা সত্যের ইতিহাসে কোন বৈচিত্র নেই
রঙিন পুষ্প ফোটে না সেথায়, সর্বধামে
বাজনা ও বাজে না, সত্যের কোন আকর্ষিকতা নেই
নেই কোন অলসতা, বিশ্বস্ত সত্য সোজা
বেরিয়ে আসে যাহাই সত্য তার মধ্য দিয়ে।