কোথায় শান্তির আলো
গাজী আবদুল্লাহেল বাকী

সূর্য উঠেই ঢক ঢক করে গিলতে লাগলো পৃথিবীকে
নিসর্গের গতর হতে খসে খসে পড়তে লাগলো
গাড়ো অম্লান আচ্ছাদন; সবুজে, হলুদে
কোলাকুলি শুরু হলো চৌদিকে ।
প্রকৃতির শাশ্বত স্বভাবে নেই তেমন পরিবর্তন ।

ধনী হতে গরিব পর্যন্ত সকল
দরজা খুলে গেল । পৃথিবী অবহেলে বলে ওঠে
সকল মানুষ সমান । এ কথা শুনে সূর্যের আলোতে
জেগে ওঠে আরো অনেকে এদিক ওদিক ।      

সকল দরজা এখন মুক্ত ।
সূর্য থাকতে তবুও কেন এ অন্ধকার?
প্রত্যক্ষ-পরোক্ষ অন্ধকার প্রকৃতির
সাথে তেমন দোস্তি নেই, এ জ্বালা
নেভাবে কে? সূর্য তার নিয়মে চোখ
রেখেছে ঠিক । তবুও পৃথিবীতে পর্যায়ক্রমে
এক এক অংশ অন্ধকার, আলো-আধারের খেলা ।
তের লক্ষ গুন বড় সূর্য পারল না হজম করতে ছোট পৃথিবীকে ।
পারলো না আলো দিতে, শান্তির আশায় তবুও সবাই উদগ্রীব ।
বাদুড় যদি আলোর সৌন্দর্য হতে বঞ্চিত থাকে করার কিছু নেই ।