মেঠো পথ
গাজী আবদুল্লাহেল বাকী
মাঠের মাঝে জন্ম আমার
দূরের পথে চলি,
আমার বুকে চলে পথিক
ঠোঁটে গানের কলি।
আমায় ছাড়া নারী পুরুষ
চলতে নাকো পারে!
দূরের কাজ থাকবে পড়ে
বদ্ধ ঘরের আড়ে।
দেহ আমার লম্বা অধিক
দেখতে সরু বাঁকা,
দু’ পাশ দিয়ে বইছে বায়ু
বিশাল মাঠ ফাঁকা।
সোজা শরীর হয় না কেনো
চলার রীতি নিয়ে
মানুষ যদি চলতো সোজা
আমার বুক দিয়ে।
আমার মাঝে দাঁড়িয়ে দেখো
নদী সবুজ গ্রাম,
রাখাল ছেলে গাছের তলে
খেলছে অবিরাম।
দেহ আমার ধুসর সাদা
বুকটি ভারী শক্ত,
কোটি পায়ের পড়ছে ছোঁয়া
নিত্য তারাই ভক্ত।
গাঁয়ের রাস্তা কমাই আমি
সময় বেঁচে যায়,
চাঁদনী রাতে ফিতার মতো
দেখতে সবে পায়।
ধৈর্য আমার সহ্য অধিক
বিনয় ভরা বুক,
এসব নিয়ে জীবন চলে
নেইকো কোনো দুখ।
পরের তরে বিলাই আমি
সবুজ গেছে ক্ষয়ে,
আত্মত্যাগের সেই বারতা
পথিক চলে বয়ে।