অবাঞ্চিত প্রয়োজন
গাজী আবদুল্লাহেল বাকী

কোন গ্রহের কেউ কি আছো
যারা চিরতরে নিয়ে যাবে আমাদের কিছু
অবাঞ্চিত সম্পদ, আমরা দিয়ে দেবো সাদা হাসিতে,
কামান, বন্দুক, ছোরা, গুলি, জেট  
আর পুজগন্ধময় গর্ব হিংসা ও পশুত্ব ।
এগুলো যারা ব্যবহার করে
সুশান্ত বৈচিত্র্যময় অর্গল ভেঙ্গে পবিত্রতার বিরুদ্ধে ।

সম্পদে অঢেল ভিন্ন ভিন্ন রাজ্য ভরপুর
প্রতিদানহীন অকৃত্রিম দান, গৌরবের পাহাড় ।
আঙ্গুল ও মনের প্রযুক্তিতে আরো আয়েশ অঙ্গীকার,
বণ্টনে ব্যবহারে শ্যামল দেবদারুর অভাব,
অশান্ত, চঞ্চল নখের আঁচড়ে উঠে আসে সভ্যতার ছাল ।
কোমল মসৃণ সুঠামকায়া পরিণত হয়
এবড়ো-থেবড়ো ডাইনোসরের কঙ্কালে ।


পৃথিবীতে মানুষ আসে একই তীর ধরে
কোথাও সম্পদের সাগর, কোথাও খন্দকে এক ফোঁটা পানিও নেই ।
ডাস্টবিনে আহার রত রোগা ছোকরাটার ডান হাত ভেঙে দিয়ে
গেল কৃষ্ণকায় কামানের গাড়িটি, মাছরাঙার রং চোখে বিবর্ণ হয়ে ওঠে ।
অনেকেই আছে কোনদিন দোয়েল না দেখেই
মৃত্যুবরণ করেছে, অনেকের জিজ্ঞাসা:
শাপলার কয় রঙ, কিভাবে ফোটে? এসব সরল বিষয় শব্দে ও ধোঁয়ায় আচ্ছন্ন ।
অনেক সম্পদ শুভ নয় জেনে তাইই
বিলিয়ে দিতে চাই অন্য গ্রহের কাউকে—
কামান, বন্দুক, ছোরা, গুলি, জেট
আর পুঁজগন্ধময় গর্ব, হিংসা ও পশুত্ব ।