ট্রাজেডি
গাজী আব্দুল্লাহেল বাকী

প্রথম অংক

কিছুদিন হল নিজেকে বিলিয়ে কিনেছি তার নাম।
যার শক্তি আমাকে পুরুষ বানাবে বর্ষার রাত্রিতে
বুদবুদের তরঙ্গের মধ্যে আদমের মতো একটি মানুষ।
হঠাৎ বুঝলাম জাদুঘরের জাদুগুলো শুধু মৃত্যুর কথাই
গেঁথে গেঁথে রেখেছে। মনে হ’ল
হৃদয় হতে প্রেম গেল দূরে, প্রকৃতি হতে সবুজ
হলো উধাও, আমি আর পুরুষ হতে পারলাম না।

দ্বিতীয় অংক

কতদিন সইবো তার ভ্রুর বিদ্রুপ?
চাহনির তীব্র প্রতারণা, ঠোটের আস্ফলন
বিযময় হয়ে উঠলো মধুময় জীবন।
মিলনের কাছাকাছি এমনি শহীদ হলাম
দ্বন্দ্ব, গ্লানি, দুঃখ, ভয় সবই প্রেরণা
জুগিয়ে সূর্যের ন্যায় আলোকে আঁকড়ে নিয়ে চলে গেছে। .
মৃত্তিকার মত অসহায় বিহবল হয়ে
আছি, কেননা মৃত্তিকার সারাংশই জীবন।

তৃতীয় অংক

বিবেকের চেয়ে, হাঙরের অভিজ্ঞ আঘাতের চেয়ে
ধারালো তার এখনকার ইচ্ছাগুলো,
কসাইয়ের ঘরের মত তার হৃদয় কন্দরে
রক্তের আখরে লিখল আমার নাম কেন জানিনা।
তাহলে শান্তি বলে কিছুই নেই, কেবলই দেখি
আমার হৃদয়ের পুরানো প্রধান ক্ষতটাকে
আলগা করে গেল—সগৌরবে--নিয়তির চেয়ে
কুরুর করিতকর্মা পাঁচটি খাবার একটি পরশ।

                          ১৫-১১-৭২, আলাওল হল