যৌবন
গাজী আবদুল্লাহেল বাকী
আমি আবিষ্কার করেছি সবচেয়ে সুন্দরতম শব্দটি,
উজ্জ্বল আলোর ঝলকানিতে যা বন্য উদ্দাম গতিতে ছুটে চলে,
সৃষ্টির বীজ শাশ্বত কাল ধরে যেথায় রোপন করা আছে,
যা শব্দের অফুরন্ত প্রাচুর্য হতে বেরিয়ে আসে
নব নব আশা মায়ার অজস্র প্রবাহ,
আমার আবিষ্কার আকাশে একটি নতুন তারার মতো।
সবচেয়ে সুন্দরতম শব্দটি সম্পর্কে আমি জেনেছি,
যে গৌরবময় আবিষ্কার জীবনের অন্তরালে সব জীবনের।
আবেগ ও অনুভূতির আরাধ্য ভান্ডার,
যেথায় ভালোবাসা স্থায়িত্ব ও ক্লান্তিতে শিকড় গাড়ে,
যার অদম্য উল্লাসে ভাটা পড়ে না, জোয়ারে বাড়ে,
আমি আবিষ্কার করেছি ভাষার এক নীরব অহংকার।
আমি ঘোষণা করছি আজ পৃথিবীতে আমার নতুন আবিষ্কার,
যে উচ্চারণে নায়েগ্রা ভিসুভিয়াস ক্রমাগত কম্পমান,
কমনীয় যে শব্দটি শক্তি যোগায় দেহ ও মনে,
শিল্প-কুশলতায় যে শব্দ থাকে নিহিত,
অতৃপ্ত তিয়াস যা চাষ করে যায় চিরচেনা পৃথিবীতে
যা জন্ম দেয় হাজার হাজার ভিন্ন রঙিন স্বপ্ন।