২০০০ সাল
গাজী আবদুল্লাহেল বাকী

২০০০ সাল এখন আমাদের রাঙা উঠোনে
শুদ্ধদিনে রৌদ্র ছড়িয়ে ছিনিয়ে নেবে হিমেল পরশ,
এত বিচিত্র আয়োজন, উষ্ণ অভ্যর্থনা
চারিদিকে, মনিমানিক্যের মূল্যে সবাই জ্ঞান করতে চায়।
২০০০ সাল অধীর হয়ে ডানা ঝাপটাতে
থাকে পাখির মতো মুক্তানন্দে,
ছায়া ক্রমশ: বড় হয়ে ওঠে দূরে, বহুদূরে
কোন অচেনা বিগ্রহে টেনে নিয়ে যায় শতাব্দীর যৌবনে।
নতুন শতাব্দী এখন চলবে হাতির পিঠে,
অনেক মেলায় ঘুরে ঘুরে দেখবে বিকিকিনি,
গত শতাব্দীর মতো তার কোন অবসর হবে না,
যুদ্ধবাজদের ঠান্ডা করতে ধৈর্য আর মগজ
হয়তো খুঁজে বেড়াবে নতুন তরঙ্গ এনে
শান্তির সাথে ভাসিয়ে দিতে, নতুন শতাব্দীর ব্যস্ততা
থাকবে হয়তো দুঃস্বপ্নে অথবা
ধ্বংসের ছাই এর মধ্য হতে গোলাপ দেখবে,
ঘাসের ডগার ওপর শিশিরের মাঝে
দেখবে প্রতিদিনের অস্থিরতার ছবি,
আকাশ দিগস্ত দরিয়া বনানীর সকল স্তরে
রচিত হবে নতুন ইতিহাস।
দুর্গম কণ্ঠ তো পথে
উটের পিঠে চড়ে সংবাদপত্রের বিষন্ন
পাতাগুলো ধাঁধায় লেপটানো খন্ডচিত্র
পড়ে মরীচিকার মাঝে রহস্যবৃত্ত থাকবে
২০০০ সাল হতে সহস্রাবদের পথে নতুন শতাব্দী।
কালের গর্ভে এখনো অন্ধ ২০০০ সাল
শীঘ্র মাথা তুলবে হয়তো মুহূর্তকে
কল্পকাহিনী বানাতে অথবা শতাব্দীর কবরে
নিশ্চিহ্ন হতে অথবা এক মুহূর্ত থেমে
আমার হৃদয় ভরা সহজ পরামর্শ শুনতে
যাতে বুড়ো পৃথিবী যৌবনের স্বপ্ন দেখতে পারে।