কোকিল
গাজী আবদুল্লাহেল বাকী
তিনটি কোকিল একটি ডালে
বসন্ত উঁকি ঝুঁকি দিতে দিতে
সীমাহীন সীমানা অতিক্রম করলো
বসন্ত বা কোকিল তাদের নিদিষ্ট পথ নেই
হঠাৎ দ্রুম দ্রুম একেবারে তাজা শব্দ
অকারণ আতঙ্ক নিয়ে কোকিল তিনটি
পূব দিকে উড়াল দিয়ে পশ্চিমে ঘুরে গেলো
হঠাৎ একটি পায়রা উড়ে এলো কোকিলের খোঁজে
বসন্ত জানালো তারা অকারণ আতঙ্ক মেনে নিতে
অপারগ। পায়রা বললো কোকিলের
দুর্বলতায় পলাশের ঢেউ পবনের হিমেল আলিঙ্গন
একঘেয়ে সবুজের নতুন সূর
সুগন্ধির ভারে পাপড়িরা কম্পমান
আবার দ্রুম দ্রুম
মানুষের রক্ত মাংস ছাড়া কঙ্কাল ভয় পেলো
পশুরা এসব বিশ্বাস করে না তারা সুবোধ
কোকিলের অনুপস্থিতে পায়রা বাক-বা-কুম
রবে বুলেটের কলজে ছিদ্র করে দিলো
পাশে ডোবার জল জ্বলজ্বল করছিলো
কোথা থেকে কি একটা সব কিছু কাঁপায়ে
উড়ে এলো সেই ছায়া বন্দুকধারীকে ডোবাতে
চুবিয়ে মারলো পায়রা উড়ে গেলো
আমি এ সবে এতোই বিজ্ঞ যে
একেবারে বোকা বনে গেলাম।