রাজমুকুট
গাজী আবদুল্লাহেল বাকী
রাজমুকুটে শান্তি নেই
কিন্তু একটি বোকার দল ছাড়া
সবাই রাজমুকুট চায়,
এত শোভা, এত কারুকাজ, এত অমূল্য
মনি মানিক্য, স্বর্ণে, অর্থে শান্তি নেই
বিষন্ন রাজমুকুট এতেই বিব্রত ।
রাজমুকুটের উজ্জলতায় ভাসে
ফ্রিগেট টর্পেটডর বিমল আনন্দ
এত ক্ষণস্থায়ী জেনেও এদের
চকচকে ইতিহাস শেষ হয় না
অবশেষে ঘৃণার আস্তরণে এদের পেট ভরে ওঠে
রাজমুকুট হৃদয়ের আর্তনাদের জবাব দিতে পারে না ।
রাজমুকুটের অজস্র চোখ হতে ঈগলের
তীক্ষ্ণ দৃষ্টি নির্গত হয়
সিংহাসন উৎকণ্ঠায় আচ্ছন্ন হয়ে ওঠে
বোকার দল এ সময়ে শোকে অতিশয় কাতর
এতোটুকু সুচাগ্র আকাঙ্ক্ষা নেই এ মূল্যবান
বস্তুটির প্রতি, ছিলনা কোনদিনও
বরং রাজমুকুটের প্রতি উদাসীনতা এদের চিরদিন আছে ।
রাজা ও বোকার মধ্যে রাজমুকুট
এক বিশাল নদী যার ওপর পুল তৈরি সম্ভব নয়,
ধীর ধৈর্যধারণ-এ বোকা চলে পুষ্পক পথে
রাজা নিছক শান্তির আশায়
অপুষ্পক রাজমুকুট পরে গর্বিত সিংহাসনে হুংকার ছাড়ে
রাজমুকুট যে চায় তার উচিত
তাকেই অনুসরণ করা যে রাজমুকট চায় না।