কাহিনী
গাজী আবদুল্লাহেল বাকী
কবিতার একটি কাহিনী আছে
কেউ কেউ চর্চায় আছে কেউ কেউ জানে
কাহিনী যেমনি বিভৎস তেমনি সুন্দর
চাকায় বাঁধা মানুষ কবিতা লেখক
ঐ আসে কবিতা বর্ষা ঝরছে তো ঝরছে
খালবিল নদনদী একাকার
কবিরা কাঁকন বাজায়
আবার মেঘ নামে
মুষ্টিমেয় বহু ডুব ডুব দিয়ে উঠে এলো
তারপর ঝড় বন্যা হাহাকার আর্তনাদ
কষ্টের নদী বইলো ওপারে প্রবৃত্তির
ছিনালেরা জাগ্রত পপ গেয়ে ওঠে
কবিতা তার কল্পনাকে দিলো এক দোল
ডুবলো জলতরঙ্গে।
ঢেউ বয়ে যায় মানুষেরা ভুল করে
গুনে গুনে অমিলের দলিলে সাক্ষর দেয়
কবিতা সব লুটপাট হয়ে যায়
কবি বসন্ত রোগীর মতো নিমপাতায়
শুয়ে ডাবের পানি খেয়ে নিজেকে
ঠাণ্ডা করে। ঠিক আছে--ঠিক নেই
কোনটা বেঠিক কোনটা সঠিক
হিসাবের গরমিলে দৃষ্টি হারায়।