মিনতি
গাজী আবদুল্লাহেল বাকী

সারাটা রজনীর দার্ খুলে চলে এসো
তোমার রূপের সীমাকে অতিক্রম করে
চলে এসো যুগ যুগ জমজমের ফোয়ারার মতন
কিটসের রূপসী সাইকির মতন
আমার নীরব কামনা-বাসনার অমিয় ধারায়
আমি চিরে চিরে দেখি জেদি বিলাসীদের মত
তোমার অতি বিস্মিত জীবনের কঙ্কাল।

আমার পৌরুষ এতই ধারালো
যাকে নির্মল ইলেক্ট্রোপ্লেটিং এর চেয়ে
চির চকচকে করবে তোমার উর্বর অভিলাষ;
গান গেয়ে গেয়ে পাথর হয়ে যারা দাঁড়াবে পথে
বরফ হয়ে গলে যাবে সে সব কঙ্কাল।

হে মহীয়সী, রাখো মিনতি আমার,
সূর্য হয়ে জ্বলে ওঠো অদৃশ্য অস্তিত্বে,
গলিয়ে দাও জমে আছে যত
হিম হিম যৌবনের রং প্রেমের স্তুপে
শান্তি—শান্তি--কোথায় আছে বলো শান্তি?
আমি জীর্ণ ক্ষত পৃথিবীর হৃদয় ছোড়ে
শান্তি খুঁজি তোমার নরম নাতিশীতোষ্ণ শ্যামল অস্তিত্বের মধ্যে।