সনেট -৮
গাজী আবদুল্লাহেল বাকী
নদীর মোহনা ফেলে অদূরে বলা সুন্দরী গাছের নিবিড় ঝাঁড়,
গোলগাল পাতায় আচ্ছাদিত, হলুদ ফুলে ফুলে ভরে আছে
শীতের কুয়াশার সাথে। হেতালী গোলপাতার ঝাঁড় এইতো কাছে,
বনের বিস্তার এভাবে ঘটেছে কোন অজানা অতীত হতে যার।
নদীর চরে পলিমাটির প্রেমকাদা, যে প্রেমে নিরাশা নেমে আসে,
নদীর দুপাশে বনের স্পষ্ট রেখা বরাবর এমনি কণ্টকিত বাধা।
এদিক ওদিক দু’একটি শুকনো গাছ, পাতা নেই শূন্যের মতো সাদা
অসংখ্য জীবের পদচিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে তবু সুন্দরবন হাসে।
বড়ো বড়ো থামের মতো গাছের সারি, ঝির ঝিরে বাতাসে
দুলছে শাখা-প্রশাখা, সারা বন ছড়িয়ে আছে অপরূপ কায়,
অজস্র শিকড় হতে উত্থিত সুলো, বর্শার ফলকের ন্যায়,
শরশয্যার মাঝে দঁড়িয়ে শাল, সেগুন, সুন্দরী, গর্জন নীরব নিশ্বাসে।
জারুল, পোমা, গেওয়া, বাইন, পশুর, গরান, তবলা।
অপূর্ব রহস্য ভরা এ বন অনুভূতির মাঝে বিরল অবলা।