সনেট – ৭
গাজী আবদুল্লাহেল বাকী
সুন্দরবনে সন্ধ্যা নামে পৃথিবীর সন্ধ্যার আগে, বনের আলো
ডুবে যায় সবুজের অন্ধকারে, মৌমাছির গুঞ্জনে ভরে ওঠে,
বন মোরগের ডাক চুমে যায় ঘন পল্লবের বুক, শান্ত কালো।
শেয়াল, শুয়োর, বানর, দলে দলে হরিণ অশান্ত হয়ে বেড়ায় ছুটে ।
কোথাও বন্দুকের শব্দ ভেসে আসে, হয়তো ’গাছাল শিকার’
পেতেছে কেউ। ভয়াবহ সুন্দরবনে ত্রাস জেগে ওঠে অনেক ঢের।
কোথাও বাঘের ’আটি’ হতে ভেসে আসে শিকারের গন্ধের ভার,
ধূলো পড়ে হয়তো কোন অরণ্যে বাওয়ালী দিয়েছে 'ঘের’।
বসস্তের আগমনে ঘটে বনবিবির উৎসব, রোমাঞ্চময়ী ধন্যে
এ মানস সুন্দরী অধিপতি এ বনের, এমন বিশ্বাস তবুও রয়েছে।
বাঘের দেবতা দক্ষিনা রায় এখনও পূজিত হয় এ অরণ্যে।
সুন্দরবন ভয়ঙ্কর, ভয়াল কুমীর ওঁৎ পেতে কোথাও ডুবে আছে,
অজগরের দীর্ঘ বলিষ্ঠ গতি, বঙ্কিম দেহে শক্সখচুড় মারে ছোবল,
তার চেয়ে ভয়াবহ বাওয়ালী, মওয়ালী, শিকারীর তীক্ষ্ন খাবল।