সনেট-৫
গাজী আবদুল্লাহেল বাকী


এক ঝাঁক লতা ওপাশে সবুজের আকস্মিক খুশবু ছড়ালো,
লেশহীন তীব্রতায় অন্য দিনের চেয়ে মোহন সুরে উঠলো গেয়ে
এক ঝাঁক বৈশাখী পাখী, বৈশাখের শপথে প্রভাতের সিঁড়ি বেয়ে  
উদ্যম ভূমিকায় আন্দোলিত, নতুন আশায় প্রমোদে আনন্দ ঝরালো।
সংস্কৃতির আয়োজন মহাসমারোহে উদ্ধোধনী পর্বে এত উল্লাস!
ভক্তি শ্রদ্ধায় অবনত চঞ্চলা বৈশাখের যতো কৃষ্টি কারুকাজ,
র‌্যালি-সঙ্গীতে পুরানো অসুন্দর হয়ে ওঠে সুন্দরের নতুন সাজ,
অস্ফুট শিল্প-সামগ্রী পাপড়ী খুলে ভরে দেয় বিচিত্র কলহাস।

বিগত বছরের যতো অবসাদ কঠিন ভয়াবহতার শোক,
বৈশাখের আগমনে নববর্ষের অঙ্গীকারে মুছে যাক ক্ষত ,
জীবনের কপাটহীন উৎসবে নেমে আসুক সুবাতাস অবিরত,
নির্ভুল উচ্চারণে সবাই গেয়ে উঠি ’বৈশাখের আগমন শুভ হোক’।
শুভ হোক বাঙালির মৌলিক ছন্দে ছন্দে নতুন যাত্রা কর্মময়  ।
বৈশাখের স্পর্শে মহানন্দে হোক সৃষ্টি হৃদয়ের মাঝে নতুন হৃদয়।