সনেট-৪
গাজী আবদুল্লাহেল বাকী


তোমাদের ইচ্ছা হলে স্ফুলিঙ্গের মতো উধাও হয়ে যাও,
এই বাংলার জোছনায় হাসনা হেনার গন্ধ নিতে থাকবো
আমি, উটের পিঠের মতো সাগরের ঢেউগুলো দেখবো
সৈকতে এসে বিশ্রাম নেয় ধীরে ধীরে, এলিয়ে উচ্ছ্বাসটাও
হারিয়ে যায় বালুর অন্তরে আমার চরণ ছুঁয়ে নেচে নেচে
মৃদু শব্দে ব্যস্ত জীবনের ছায়ার ওপাশে এরূপ প্রতিদিন।
দেখবো তাকিয়ে কেমনে ভেঙে পড়ে সাগরের সৌখিন
মর্মর আকাশের নীল সীমানায় পালকের কাছে আছে বেঁচে।

ঢেউগুলো উটের মতো বোকা নয়, সাগরের সাহস আছে,
ঊষর জাহাজের মতো ঢেউগুলো বহন করে পৃথিবীর ভাণ্ডার
সৌন্দর্যের পটভূমি নামিয়ে নিসঙ্গ তরঙ্গ নীল দরিয়ার
ঢেউগুলো ধীর উম্মাদ, কখনো শান্ত, কখনো অন্তরের কাছে
মনে দোলা দিয়ে যায়, স্বপ্নের সুধা ছড়িয়ে পড়ন্ত বেলাভূমি
দিয়ে যায় প্রণয় পথহীন রাজ্যের দৃষ্টি ও চরণ-চুমি।