ছায়া
গাজী আবদুল্লাহেল বাকী

একটি কঠিন রাস্তার ওপর
একটি সুদৃশ্য বিশাল অট্টালিকার ছায়া পড়েছে -
কক্ষে কক্ষে পৃথিবীকে চিরে চিরে
পরীক্ষা করছে অসভ্য সভ্যতা কবে নাগাদ
ধ্বংস হতে পারে, দৃষ্টিতে আলো নেই,
বিজ্ঞানের উজ্জ্বলতায় সব ধাঁধিয়ে যাচ্ছে।
অবুঝ বলে তারা কেন্দ্রবিন্দু হতে বিচ্যুত হতে চায় না!
পৃথিবী তাদের ঐ সীমিত অট্টালিকার মতো পাষাণ,
সদাই বালিশে রাখা মাথা ভয়াবহ দৃশ্যে চমকিত!
অট্টালিকার ছায়ায় রাস্তার পাশে
শুয়ে আছে নির্বোধ আরামে দুটি প্রাণ,
দশ আঙ্গুলের জ্ঞানে অট্টালিকায় আগেই অবাঞ্চিত।
বিজ্ঞানের এ গভীর ছায়ায় নির্মল আনন্দ,
উন্মুক্ত পৃথিবী, উদার আকাশ তাকিয়ে আছে,
শান্তির আশীবাণী ঢালছে চৌদিকে।
নিসর্র্গের মাটিতে সুখময় স্বপ্নে তারা বেঘোর।
হৃদয়ের আজ জিজ্ঞাসাঃ
কোন ছায়ায় কারা কেমন আছে?
কবর উত্তর দিলঃ
আমার একই ছায়ায় তারা এইমাত্র এসেছে।