অভাব
গাজী আবদুল্লাহেল বাকী

পৃথিবীর অভাব নেই অনেক কিছুর--
যদিও কোন অংশ ধনী, বলবান,
কোন অংশ মানবের দ্বারা নিপীড়িত
কোন অংশ সাদা কালো আলোছায়ার
প্রত্যক্ষ রূপরেখায় ছিন্ন বিচ্ছিন্ন ।

পৃথিবীর অভাব নেই অনেক কিছুর--
আরাম আয়েশের উপকরণ
কেউবা তৈরি করে, কেউবা ভোগ করে,
কেউ বেঁচে থাকার চেষ্টায় আহত, বিধ্বস্ত,
কেউ মানবতার নামে জ্বলন্ত ব্যবসা করে ।

পৃথিবীর অভাব নেই অনেক কিছুর,
বড় বড় কথার, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, সংস্কৃতির,  
অঢেল নগ্নতার কানামাছি খেলার
অভাব নেই নিরবচ্ছিন্ন যুগের ভালোবাসার,
অভাব নেই যন্ত্রণা-স্নাত সুখ অন্বেষার,
আছে শুধু অভাব, চারিদিকে হাহাকার
যেখানে দ্বন্দ্ব নেই, বিতর্ক নেই,
সবাই ঐক্যমত্য প্রকাশ করছে শান্তির অভাব ।
মানুষ আছে পৃথিবীতে, শান্তি নেই,
তরঙ্গময় সাগরে জোয়ারের অভাব?
শান্তি বলে নেই অন্য কিছু দ্বিতীয় আকাঙ্ক্ষা ।