রুবাইয়াত
গাজী আবদুল্লাহেল বাকী


প্রণয় ঝরা হৃদয় নিয়ে রুবাই লেখা করছি শুরু,
নীল জোছনায় হাসো যদি আমরা হবো জোড়া ভুরু।
আরও যদি বোঝো মর্ম দিল-দরদীর লাল মদিরা,
ঝর্না তীরে ঝরবে অধর এতেই বাঁধন হবে পুরু।
                           ২        
জীবন হতে পালায় যৌবন শুনতে বিভোর কণ্ঠ-কোকিল,
গ্রীষ্ম ঘামে আষাঢ় জলে শীত বসন্ত হয়না বখিল।
আয়ু যতো কমতে থাকে রূপটি কুহুর জাগায় হৃদয়,
প্রেমের জ্বালায় জ্বলে তখন ছন্নছাড়া বিশ্ব-নিখিল।
                           ৩                    
জীবন আমার কেমনে চলে এই যে ভূমায় এই যে চাঁদে,
ক্ষণেক ভাসি প্রেম তরঙ্গে, ক্ষণেক রসি রিপুর ফাঁদে।
পুরোপুরি নইগো আশেক প্রেমিক হবার সাধ মেটেনা,
নাট্যমঞ্চে নাচায় প্রিয়া এক এক সময় ভিন্ন স্বাদে।  
                  
                          ৪                          
ভবমুখী যেদিক হাঁটি সেদিক দেখি মিলন-ফাঁদ,
এমন জটিল বাঁছাই করা ভুল যদি হয় ভাগ্যে খাদ।
কোনটি প্রণয়, ভালোবাসা মহব্বত আর সুখ-রমন?
সত্য সঠিক শুদ্ধ প্রণয় দেয় জানিয়ে শরাব-গাঁদ।
                          ৫
আকর্ষণ আর প্রেমের মাঝে তফাৎ শুধু জ্ঞানী বোঝে,
এরই মাঝে জৈব মিলন তুল-সাময়িক শান্তি খোঁজে।
যায় হারিযে সকল মোহ আকর্ষণের আবর্তনে,
নকশাহারা খাঁটি প্রেমে শূন্য হৃদয় স্বাদই রোজে।
                          ৬        
জোনাকজ্বলা দৈহিক মিলন বুনো হাওয়ায় মেতে ওঠে,
ভাইয়ে ভাইয়ে মায়ে-ঝিয়ে ভালোবাসার মর্ম ছোটে।
প্রেম সে কি এক ভীম আকর্ষণ তীব্র দহন হৃদয় জ্বালা,
সত্যি যদি থাকে কারো শরাব পিয়ে ভাগ্যে জোটে।
                           ৭
থাকলে প্রিয়া সীমার মাঝে নদীর মতো বুকটি তরল,
প্রেম-প্রবাহ গড়িয়ে যায় বয় যে সুখদ হরিষ প্রবল।
পাথরসম পড়ে থাকি প্রিয়ার থেকে থাকলে দূরে,
যায়না বোঝা প্রেম-আসক্তি শূন্য সকল অচলাচল।                      
                            ৮
প্রেমের ইচ্ছা পূর্ণ হওয়া চাঁদকে হাতে পাওয়ার সমান,
অভূক্ত সে থাকে সদাই হয়না পূরণ যায় দিনমান।
ইচ্ছা পূরণ কেমনে হবে ভাগ্য খেলে ওলট-পালট,
লাচার আমি! দাওনা আমায় এক ফোঁটা ঐ শরাব সম্মান।                                                        
                           ৯
কল্পনার রঙ কেমন সে যে যেটাই স্মরি সেটাই আসে,
এটাই ঘটে এই কারণে শরাব ভরা ডাবরি পাশে।
আর যে রূপের কণা ভাসে আমার হৃদের গহীন অতল,
হারিয়ে তাই আমায় খুঁজি, ছিন্ন শেওলা অকুল ভাসে।  
                          ১০
অসাড় হলো হৃদয় আমার রইলো বন্ধ নসীব তোরণ,
কানন জুড়ে ফুটলো কুসুম গাইলো বিহগ প্রেমের চরণ।  
আলোর ঝর্না বইলো অঢেল শুষ্ক মরু হলো সজীব,
শরাব সাকীর অনেবষণে ছুটবো কোথায় করতে বরণ?