স্মৃতি
গাজী আবদুল্লাহেল বাকী
ছেলে বেলার জীবন আমি
ভুলতে নাহি পারি,
নদীর ঘাটে দেখছি শতো
পানসি সারি সারি।
ছেলে বেলায় নিঝুম রাতে
মাছ ধরেছি কতো,
সবাই মিলে গান গেয়েছি
দিন হয়েছে গত।
ছোট বেলায় পাথির ছানা
ঝোপ পেরিয়ে আনা,
সাঁতার দিয়ে পার হয়েছি
মজা পুকুর পানা।
ছেলে বেলায় খেলতে সারা
দিনটা যেতো কেটে,
মায়ের কথা শুনলে নারে
পড়তো রাগে ফেটে।
ছেলে বেলায় ঘুড়ির সুতা
থাকতো হাতে বাঁধা,
পড়া লেখায় কমতি হলে
বলতো স্যারে ‘গাধা’।
হঠাৎ আমি হারিয়ে দূর
যেতাম কুঞ্জ বনে,
মাকাল তলে ছন্দ শোভায়
জাগতো স্মৃতি মনে।
ছেলে বেলায় বিলের পথে
লাগতো ভালো যেতে,
মটর সুটি মুখের মাঝে
চলতে খেতে খেতে।
ছেলে বেলায় খালের ধারে
ফাঁদ পেতেছি যতো,
পড়তো আটকা বক পাখি যে
বাঁধ পেরিয়ে কতো ।
স্মৃতির মাঝে আসছে ভেসে
অতীত আলো-ছায়া,
ভুলতে কভু পারছি না’ক
ছেলে বেলার মায়া।