বৃষ্টি এখনও ঝরছে
গাজী আবদুল্লাহেল বাকী

যখন বৃষ্টি এলো-
পৃথিবীর স্পন্দন, মাধুর্য, ছন্দ
সূর্যের দেহ হতে বের হয়ে আসে,
এরপর যখন বৃষ্টি এলো-
সবুজ সন্তানের মুঠো মুঠো ভালোবাসা অঙ্গীকার
ছড়িয়ে পড়লো শ্যামল সোনার দেশে।
গানের কলিতে কোকিলের বেদনার গান
ঝরে ঝরে পড়লো আঘাতে আঘাতে।
এভাবে যখন বৃষ্টি এলো-
চারিদিক ঝাপসা হয়ে পড়লো
সমুদ্র তটের কুয়াশার মতো,
লাল সূর্য বৃষ্টির ওপর গৌরবময় হয়ে উঠলো।
এভাবে ঝরলো অনেক বৃষ্টি,
তবু তারা সত্যের প্রতি মহিয়ান,
বাঙালী কোনদিন নিষ্পাপ চেহারায় অক্ষত নয়।
এখন পূর্ণ চন্দ্র স্থির; পক্ষহীন, নিষ্পলক,
যার কোন ক্ষয় নেই, নেই বয়সের পৌঢ়তা।
আল হেলাল হয়ে নতুন দিনের সন্ধানে
আর যাবে না, সময়ের সারাটা রাত ধরে
পূর্ণিমার আলো জ্বলে থাকবে, সবাই দেখবে
সূর্য-সন্তানরাই চন্দ্র-সন্তানে পরিণত হয়েছে।
আবার বৃষ্টি এলো-
তারা আর এখন নেই পৃথিবীতে।
মায়ের বুক, বাগান বাড়ীর সদর দরজা,
বন্ধুর অমায়িক ঠোঁট, প্রিয়ার চোখের ঢেউ,
সকল পরিচয় ছিন্ন হয়েছে মাটির ভালোবাসায়।
ফুল, হাসি, উঠানের কোন দৃষ্টিতে ঝাপসা হয়ে এলো,
নুয়ে পড়া লতাটার জন্য একটু মায়া,
রাতের অন্ধকার হতে লুকিয়েছে তারা অনেক আলোয়।
কপট, শঠতা, গর্ব, হিংসা হতে পেয়েছে মুক্তি,
সকল চন্দ্র-সন্তান বেঁচে আছে সূর্যের আলোয়,
বেঁচে থাকবে চিরকাল হৃদয়ে অক্ষয়,
তবুও বৃষ্টি এখনও ঝরছে,
ঝরবে আর কতোকাল শান্তির স্পর্শ আনতে!