কবিতা
ভোরের বাতাস পেয়ে উঠলাম
আহা বাংলার মোহময় বাতাস!
কিন্তু একটি বসন্ত নূয়ে পড়েছে
পলাশে ফ্যাকাশে, ছোট, বকুল কাঁদছে
বড়োদের চেয়ে সব সময় ছোটরাই কাঁদে
জবার রঙ উঠছে ফ্যাকাশে হয়ে
আহারে বসন্ত
বাতাসে ঢলে পড়লো কদম্বের গাঁয়ে
সুবাসহারা, তাই লাজুক
হঠাৎ কোলাহল--
বেলা বৃদ্ধির সাথে অনেক কিছু
রঙিন কারা যেনো জীবনকে সাজাচ্ছে
দোষ নেই, একটু মিঠাই মণ্ডা খাক
বসন্তের রঙ আসে না আমার বসন্ত
`হায়নাগুলো নাকি পরিবেশ দূষিত করছে’
এক ছোকরা বলতে বলতে হাফাচ্ছে।
কেউ ভুরু(ক্ষপ করলো না
সবাই বলে ঋতুরাজ আজ বুঝলাম
অনেকেই না জেনেই বলে
অনেকে অন্যের কথা শুনে বলে
অনেকে হুজুগে বলে
অনেকে বলে তাই বলে
`আজি বসন্ত জাগ্রত দ্বারে’
তবে এতোক্ষণ কি ভাবলাম ঠিক এ সময়ে
মলিন বিষাদমাখা একটি পাগল
পাশ দিয়ে গেলো
মনে হয় লোকটা জ্ঞানী
তবে যেনো বসন্ত সম্পর্কে উদাস।
পোঁড়া গন্ধ নাক সেঁটে দিলো
আর দেরী না করে
দুরন্ত পথে এগিয়ে গেলাম।
আমি কোনো গায়ক নই
তবু গেঁয়ে উঠলাম
`আজি বসন্ত জাগ্রত দ্বারে’
কোথায়--
এমন মধুর সুর আমি কখনো শুনিনি।