রেল ষ্টেশনে একদিন
গাজী আবদুল্লাহেল বাকী
একদিন হঠাৎ হাজির হলাম
এক রেল ষ্টেশনে,
দেখলাম তাকিয়ে একটি আত্মস্থ গাছের মতো,
ঝুপঝাপ করে নামছে
সময়কে টেনে হিঁচড়ে ছিঁড়ে নামছে
ও কেমন মানুষগুলো।
মানুষের পাশাপাশি নামছে
অন্য কোনো জীব, অথবা
দূরের কোনো শতাব্দীর সাগরের
তীরের তীর্থ যাত্রীরা।
হয়তোবা এ যাত্রায় নামছে,
আমি দাঁড়িয়ে দেখছি,
তখনো নামছে ব্যস্ত ঝড়,
ডাল পালা ভাঙছে
প্রকৃতির একটি অংশ যেনো
লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে।
সেও আসছে আমিও দেখছি
কেমন করে জীবন ধারণ করে
প্রেরণাহীন মুহূর্তগুলো।
চলছে ট্রেন তখনও আমার কল্পনায়
আমি সরে যাচ্ছি ক্রমাগত
দূর হতে দূরে, দৃষ্টির ঢেউগুলো যেনো
হিসাবকে উপেক্ষা করে ফুটছে
ছোটখাট দু’-একটি বিস্ময় ছাড়া
আর সবই সরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে।
ট্রেন হতে নামছে তখনও মানুষ।
আমিও ষ্টেশনের এক অংশ
এ মূল্যবান চিন্তা এর আগে
স্পর্শ করেনি কোনোদিন আমাকে।
হঠাৎ দেখলাম ট্রেনটি
অনেক বোকাকে নিয়ে আমার মতো পালিয়ে গেলো।
আমিও হারিয়ে ফিরে এলাম
ব্যবধান শুধু সেটুকুই রইলো।