ভূমধ্যসাগরের তীরে
গাজী আবদুল্লাহেল বাকী

ভূমধ্যসাগরের তীরে নেমেছিল
এক রোমাঞ্চকর সন্ধ্যা,
কেমনে ভঙ্গুর সৈকত উপভোগ করছিল
শাশ্বত তরঙ্গের বন্য আঘাত!
সাগরের ওপর একটি জাহাজ ও
একটি পাখি ঘুরে ঘুরে উড়ছিল।
এটা কি এক আকস্মিক প্রত্যয়, সত্য গভীর?
ম্যারিনারের চোখের ছায়া পড়লো মনের ওপর,
একটি তীরের আঘাত জন্ম দিল ভয়াবহ পরিবর্তন,
প্রকৃতি ও হৃদয় লক্ষ করলো অস্বাভাবিক বিনিময়,
মৃত মুখগুলো ঝলসে দিল অমানবিক দৃষ্টিবহর,
জীবনের ভিড় পেল পূর্ণ বিশ্রাম
নিসর্গ রূপ দিল সহস্র বৈচিত্রে।
সন্ধ্যা পরিণত হলো একটি আদিম গুহায়,
আকাশে ভীষণভাবে বিচলিত অকৃত্রিম চাঁদ,
পৃথিবীতে দরিয়ার বুকে একটি নিশ্চল জাহাজ,
আকাশে চাঁদ আর তখনও উড্ডীয়মান একটি পাখি,
সত্যিই, এটা ছিল একটি বিচিত্র সন্ধ্যা,
পৃথিবীর ওই অংশে যার বিস্মরণ নেই। ‘
সব কিছুতে নেমে এলো পরিণতি
আমার সাধারণ দৃষ্টি পার্থক্যে ভরে উঠলো।

(কবিতাটি আমেরিকার ‘দি ইন্টারন্যাশনাল লাইব্রেরি অব পোয়েট্রি’ কর্তৃক “দা বেস্ট পোয়েমস” সংকলনের জন্য নির্বাচিত।)