হে মহাকাল
গাজী আব্দুল্লাহেল বাকী

পাথর রকেট কেয়ামত-- হে মহাকাল,
দাঁড়াও পাখির মতন গান গেয়ে ক্ষয়িষ্ণু বাগানে?
নাচাও প্রকীর্ণ ধ্যান যথা অনিবার দাগানে,
সময়ের বালুচরে তালিয়াটা বাসনার পাল।

নূহের কিস্তিতে বতুতা চলেছে আজ চাঁদে,
রেফায়েল, তানসেন উঠে এলো হাতে নিয়ে ফুল।
কাশ্মীর মসজিদে আজও হজরতের চুল,
তবুও জগত জীবন আজ অসত্যের ফাঁদে।

মাথা পেট পা নিয়ে মহাকাল শূন্যে উম,
দিনে দু’বার আসে নদীর সুনীল উষ্ণতা।
প্রতিটি অস্তিত্বে জন্ম ও মৃত্যু এটাই সমতা,
অস্তায়মান সূর্য যেন ডিমের কুসুম।

পাথর রকেট কেয়ামত--হে মহাকাল,
সময়ের বালুচরে তালিয়াটা শান্তির পাল।

২/৬/‘৭২, উকশা