নিশাচর বাজ
গাজী আবদুল্লাহেল বাকী
নিশাচর বাজ রাতের জগত ঠেলে
উড়ে এলো কোথা হতে অস্থির সময়ে ।
রূপালী চাঁদের আকাশ, মেঘের স্তর
সবশেষে উড়িয়া এলো পৃথিবীর পথে ।
সবল ঠোঁটে তার ডানার দীর্ঘ ব্যস্ততায়
হিংসার আগুন হু হু করে ঝরে পড়ে ।
এক্ষুনি ঠুকরে নেবে সব রক্তের স্বাদ,
ফিকে হয়ে যাবে পৃথিবী বিষের নীলাক্ত পরশে,
ফুলের ঢেউয়ে জাগবে না আর মৌমাছি ব্যস্ত বুক ।
তবুও রাতের নির্জনতা ছুঁয়ে আছে
পৃথিবীর বুক; চলাচল করে শুধু
দেরি করেছে যারা সময়ের অচেনা তীরে ।
রাতের বুকে ধুক ধুক সময়ের শরীরে অনেক
রক্ত ঝরছে--নিশাচর বাজ উড়ে আসে,
ভ্যাপসা অন্ধকারে নেচে ওঠে তার শক্ত শরীর ।
পৃথিবীর নিশ্চিত মৃত্যু অনেক শতাব্দি ডিঙ্গিয়ে
এসে গেছে আজ, রাতের গভীরে সাড়া
উঠে বুদবুদের মত; এ শীতল সময়ে
সব প্রাণ চাতক চোখে হারিয়ে হাসি,
সব ক্লান্ত প্রেম, উজ্জল উচ্ছ্বাস, বাঁচার ব্যথা--
খুঁজে ফেরে সে উড়ন্ত আকাশের তিমিরে ।
পৃথিবীর ধ্বংস জেনে সময়ের কিনারা বেয়ে
বহু আঁকাবাঁকা পথে--নিশাচর বাজ
তাই আজ উড়ে চলে পৃথিবীর পথে ।
জেগে ওঠো যারা আছো আজ সত্য আকাঙ্ক্ষা বুকে
শান্তির নিশান উড়িয়ে মেঘের পথে,
ভালোবাসার শিশিরে জাগাও হত বিহবল যারা ।
কোন মরুভূমি, সাগরে অথবা হৃদয়ে রচনা হোক
বাজের আকাঙ্ক্ষিত করুন মৃত্যুর অনুষ্ঠান,
অথবা গলে গলে বাষ্প হোক তার ধারালো নখের শক্ত ধার ।