শহীদ যুগে যুগে
গাজী আবদুল্লাহেল বাকী

সময় বাহুর হাতে মেলে ডানা
উড়ে যায় কারা ঐ সকল নীল নীল
পাখীগুলো,
রঙিন পাথর দেখে সে দেশের লোভে
হারিয়ে যেতে চায়-হয়তো বুঝি কিছু পায়,
রোজ ভোরে তাদের বিগলিত স্বপ্ন ঐ তীরে
ভেসে যায়।
বাঁচার গন্ধ তুলে ছায়ায় নামে,
আহা! বেঁচে যেতে চায় তারা-
বাঁচেনা কখনো
রাতের গভীর ঢেউয়ে।
এখন পিপাসা বহু আশা
মিটে যাবে-
নীল পাখী লাল হয়ে হারিয়েছে দিক
বহু অরণ্য অঞ্চলে।
গভীর সাগরের পানি হয়েছে লাল,
ঘ্রাণগুলো ভেসে যায়
উত্তর বাতাসে, থেমে যায়
বহু কুলে কুলে।
এই ছিলো সেই অন্ধকার
মরা ফটোগুলো পরেছে মালা-ঐ ছবি!
কেনো ভাষা গান চায়?
জীবন ফুরাবার আগে ফেনার বুদবুদে।
পৃথিবীর লক্ষ্য করে
দড়ির প্রাচীর ভেদে
তারপর আরো অনেক পাখী জমা হয়,
শীতের কান্নার দেশে
রক্তের সংগীতে
অসীম ক্রোধে চেনা যায় তাদের।
সেই মৃত্যু-
নেই ভয়, ছিলো ক্ষুদ্র নক্ষত্র যুদ্ধ
এক-দুই-এরপর তিন-
বহু মহাযুদ্ধ বহু হাহাকার
শেষ আজ চিন্তার আকাশের পূর্ণ জোয়ারে।