শান্তির জীবন
গাজী আবদুল্লাহেল বাকী

ক্ষেপণাস্ত্র থেকে বাঘের হিংস্রতা নির্গত হচ্ছে,
কামান থেকে সিংহের গর্জন ফেটে পড়ছে,
এসএমজি মেশিনগান হতে উল্কা বৃষ্টি হচ্ছে।
সুইচে হাতটি গোখরার বিষে বিষাক্ত,
চতুর শৃগাল প্রতারণার উন্মাদে উন্মত্ত,
বন্য জীবনে তারাই মেতে উঠেছে ।

জঙ্গলের একটা সৌন্দর্য আছে,
বিবেকহীন বন্য জীবের বন্য পরিবেশ আছে,
এক নৈসর্গিক ধারা নীল আকাশের মত প্রবাহমান ।

পৃথিবীর পরিবেশ গড়ে তুলছে মানব বিবেক,
জ্ঞানের সভ্যতা, জ্ঞানে অকৃত্রিম পশুত্ব,
ভয়াবহ বন্য জিঘাংসা বিষাক্ত লালায়
বিবেকের জংঘায় আজ ক্যান্সার,
প্রেমের হৃদয়ের এইডস
বন্য সভ্যতা পৃথিবীর নগরে, বন্দরে, সাগরে,
নিষ্ঠুর বন্য জীবন আজ মানুষ ভালোবেসেছে ।

সস্তার দিন, সফুলিঙ্গের অহংকার বেশিদিন থাকে না,
যে যাই বলুক, যে যাই করুক,
পৃথিবী প্রেমের নিগড়ে বাঁধা,
হৃদয়ের ভাঁজে ভাঁজে শান্তির সরোবর প্রবাহমান,
বন্য জীবন বনে মানায়
শান্তির জীবন মহান সভ্যতার অধিকারে দৃঢ় আবদ্ধ ।