শান্তির অলসতা
গাজী আবদুল্লাহেল বাকী
আকাশের একাংশের নক্ষত্ররাজি
পৃথিবীতে নামতে চেয়েছিল,
কিন্তু পৃথিবীকে কোথাও খুঁজে পাওয়া গেল না।
সূর্য উঁচুতে দাঁড়িয়ে তার
চাঁদের আলোয় তন্ন তন্ন করে খুঁজে পেল,
পৃথিবী এক সোনার খাঁচায় বন্দী।
যে সোনার বিপরীতে পৃথিবীর সম্মান সুনিপুণ নিক্তিতে
মেপে মেপে বিলি করা হয় ।
যে সোনার অপূর্ব ওউজ্জলে
সূর্যের আলো ম্লান হয়ে আসে
আহত পৃথিবী আর্তনাদ করছে তারই অন্তরে বসে ।
হঠাৎ হঠাৎ ভূমিকম্পে খাঁচাটি প্রকম্পিত হয়,
পৃথিবী সেই সাথে বলের মত নেচে নেচে ওঠে
মূল্যবান অধিবাসীরা ওলট-পালট খায়,
পনেরো আনা মিছে জীবন নিয়ে
যারা আজ পৃথিবীর সাথে
বিরল এক সোনার খাঁচায় বন্দী।
পৃথিবী এক সোনার খাঁচায় বন্দী
হাজার হাজার সূর্যের সাথে
হতভাগ্য গ্রহের এ মিলন হলো না।
ভাবতে অবাক লাগে, সমগ্র নিসর্গ এতে ভাগী হয়,
প্রাণহীন বাসিন্দারা অমূল্য এ বন্দ্বিত্বে খুশি
জীবন্ত শান্তির মৌলিক অলসতা হতে যেন তারা আজ মুক্ত।