কল্পনা
গাজী আবদুল্লাহেল বাকী
অবিশ্রান্ত মনের যন্ত্রনা
স্বস্তি নেই সাগরের বালুচর
একটি অদেখা দৌড়
আকাশে উঠে নক্ষত্র কুঞ্জে
হারিয়ে যাওয়া
না না টেবিলে কাগজে রেখা টানছি
মাথা আর হৃদয়ের আলিঙ্গন
এখন তবে পর্বতের চুড়ায়
এক ঝাঁক পাখী প্রশান্ত হ্রদের
ওপর ডানা মেললো
আমি শুয়ে সবুজ ঘাসের মখমলে
চোখ মেলে হ্রদের পাড়ে
দুটি আঁখির তীরে বিদ্ধ হলাম
শান্তি নেই কষ্টের সীমানাও নেই
ঐ কুঁড়ে ঘরে না খেয়ে তারা তবে
ভালোই আছে
দেখে আসলাম
আমি আর কল্পনা এক হয়ে
ডুব দিলাম অমৃতের স্বাদ ভরা
আমার শিকড় গাড়া প্রেয়সীর কল্পনায়
আমি বর্ণমালার সাগরে হাবুডুবু খাই।