প্রেমস্বর্গ
গাজী আবদুল্লাহেল বাকী

স্বপ্ন মাঝে পাই ঠিকানা জীবন প্রিয়া বাসর ঘর,
কোন নিরালা ছায়ায় ঘন তরুর তলে নদীর চর।
ধরায় এমন বিজন ভূমি যায় না পাওয়া প্রেম কানন,
প্রিয়ার কথা প্রেমের ব্যাথা উঠছে ভরে দিল আনন।
আকর্ষণে প্রেমের টানে পৌঁছে গেলাম নিঝুম দ্বীপ,
ছায়ার ভীড়ে জীবন দয়িত প্রেম ধ্যানেতে জ্ব।লছে ’দীপ।
আলিঙ্গনে মিলন হলো অন্তরে তার ছুটছে তান,
বিভোল সুরে নীরব হৃদে উঠছে ডেকে প্রেমের বান।
যৌবন ভারে অধির যবে কোথায় লাগে আদিম মদ,
ফুল পাপিয়া বন ছড়াতে সেই আনন্দে গদ গদ।
উঠছে ভরে দিন দুনিয়া শান্তি নিয়ে প্রেম প্রিয়ার,
সুনীল মাঝে  (শ্বত বলাকা প্রেম কেলিতে গতি তার।
ওষ্ট দুটি ঝর্ণা ধারা চির তৃষার মউ আমেজ,
ঝলক দিয়ে উঠছে উজল মুক্তাধারার রূপ সতেজ।
হৃদয় বাণী শুনছি বিভোল কান পেতে ঐ বুকের ’পর,
ডান বুকে তার আমার হৃদয় রাখবে পুরে জীবন ভর।
কৃষ্ণঘণ চুলের বোঝা ঘোর এঁকেছে চতুর্ধার,
প্রেম যমুনায় এলো জোয়ার বইছে উর্মি কল্পনার।
চাঁদনি মুখে কোন প্রকৃতি গোল এঁকেছে এক তিলক,
জোৎনা রঙে আঁধার মাঝে ঘোষে কবি ‘ডাগর’ হোক’।    
দৃষ্টি হানে মৃগের মতোন চোখে তাহার নিটোল রূপ,
তাহার প্রেমে প্রেমিক হৃদে পুড়বে আজি নতুন ধুপ।
গন্ধে ভরা আকাশ মাটি এই জীবনের মোহনায়,
গভীর প্রেমে জগৎ ভুলে মিলবে দু’য়ে কায়ে কায়।
তাহার রূপের পরশ পেয়ে উঠবে ভরে নিসর্গ,
বাংলাদেশে নেই বিরহ সত্য খাঁটি প্রেমস্বর্গ।