হৃদয়
গাজী আবদুল্লাহেল বাকী

আকাশের হৃদয় অনেক
চাঁদের হৃদয় একটি
আঁধারের হৃদয় নেই
উত্তাপ নেই।
সাগরের হৃদয় অনেক
পানির হৃদয় একটি
বুদবুদের হৃদয় নেই
উত্তাপ নেই।
জ্ঞানের হৃদয় অনেক
সত্যের হৃদয় একটি
মিথ্যার হৃদয় নেই
উত্তাপ নেই।
মানুষের হৃদয় অনেক
হৃদপিন্ডের হৃদয় একটি
মৃত্যুর হৃদয় নেই
উত্তাপ নেই।
কল্পনার হৃদয় অনেক
কবিতার হৃদয় একটি
শূন্যতার হৃদয় নেই
উত্তাপ নেই।
ভালোবাসার হৃদয় অনেক
শান্তির হৃদয় একটি
যুদ্ধের হৃদয় নেই
উত্তাপ নেই।