অর্থের অভ্যাস
গাজী আবদুল্লাহেল বাকী

অর্থের অভ্যাস বড়ই খারাপ
চলমান গতিতে সত্যকে পিছনে রেখে
এগিয়ে চলে মানুষকে উত্তাল তরঙ্গের
চূড়ার ওপর কম্পিত রাখে ।
এ অভ্যাস অবশেষে বড়ই বেদনাদায়ক ।

অর্থ ইতস্তত জমা হয় হিমগিরির
চূড়ায় বরফের মত, যখন গলতে
থাকে-- ভাসিয়ে নিয়ে যায় মানবজাতির
বলিষ্ঠ মাংসল গ্রীবা । এমন সব অবাস্তব
ব্যতিক্রমও অসহায় কাজ করে যায় যা
পৃথিবীর জন্য অনেক কলঙ্ক বয়ে আনে ।

অর্থ থাকে আবদ্ধ মুষ্টিতে অতি শক্ত
গণতন্ত্র, অধিকারকেও সে পরাভূত করতে পারে ।
কোন কোন পতাকা সাহায্যের আশায়
কাঁদো কাঁদো । বিধ্বস্ত শেলের খন্ড বিখন্ডে
চারিদিকে ইতস্তত ছিটকে পড়ে
রক্তমাখা অর্থের ঝনঝন উন্মাদনা ।

যদিও চারিদিকে এখনো ভয়াবহ মধ্যরাত্রির বিস্তার
তবুও মানব কল্যাণের সকল দরজা উন্মুক্ত ।
অর্থের অভ্যাসের অবাধ পরিবর্তন প্রয়োজন
সৌন্দর্যের মাকাল সে--
কে তাগিদ দেবে আকাঙ্ক্ষিত অর্থের মত
এক সুন্দর চেহারার বিশ্ব গড়ার ।