শান্তির ও আমার জন্য
গাজী আবদুল্লাহেল বাকী
যেখানে পৃথিবীর ঝরছে হাসি মানবাধিকারের মাঝে,
যেখানে সৃজনী কলম চলছে লিখে অবিরাম সুখের গান,
যেখানে নবীন প্রবীণ ফুল নিয়ে বসে আছে নতুন কুঁড়িকে সাজাবে,
সেই পথ যেন চিরকাল হয় শান্তির ও আমার জন্য।
ধ্বংস হয় যেন সেই পঙ্কিল পথ পাপের চেয়ে নিচ যার দীর্ঘতা
মানুষের দেহ আছে, আছে অঙ্গ-প্রতঙ্গ, বদলে গেছে যেখানে
জিহবা, চোখের, হৃদয়ের কারুকাজ, নিভে গেছে মনের প্রদীপ,
সেই পথ যেন কোনদিন না হয় শান্তির ও আমার জন্য।
যেখানে আকাশে অজস্র তারা হতে ঝরছে মুকুল অবিরত,
পৃথিবীর বিদ্রোহের জ্ঞান যেখানে পড়ে আছে মানবতার সাক্ষীস্বরূপ,
সৃষ্টির জমিনে কোন ধ্বংসের বিলাসিতা নেই-- বিজ্ঞানকে বোঝাতে চাই,
সেই পথ যেন চিরকাল হয় শান্তির ও আমার জন্য।
যেখানে পৃথিবীর বিরুদ্ধে সমবেত যত উত্তাপ একত্রিত হয়,
দোযখের আগুন থাকলেও সেখান হতে আলো আসে না,
ওই আগুন অন্ধকারে জ্বলেই শেষ হয়, মৃতের কারাগার গড়ে,
ওই পথ যেন কোনদিন না হয় শান্তির ও আমার জন্য।
কেউ কি জানে না প্রেম ছাড়া মিলনে শান্তি আসে না,
কেউ কি জানে না চাঁদের সৌন্দর্য ছাড়া জোস্নার মূল্য নেই,
যেখানে যুবকের দল যৌবনের শপথে দ্বন্দ্বের পথ পরিহার করে,
সেই পথ যেন চিরকাল হয় শান্তির ও আমার জন্য ।
মানবতা এখনো উন্মুখ হৃদয়ের সঠিক কাঠামোধারী গৃহের মাঝে,
সম্মান, শিক্ষার আলোর কোনো প্রয়োজন নেই তবু ধ্বংসের বন্যায়
একটি সত্য যদি দগ্ধ হৃদয়ে সঞ্চারিত না হয় তাহলে ভয়,
ওই পথ যেন কোনদিন না হয় শান্তির ও আমার জন্য ।
যেখানে পশুত্ব না নামে মানুষের গৌরবময় শ্রেষ্ঠ স্বভাবে,
যেখানে নিষ্পাপ এভিনিউগুলো আলো ঝলমল ভবিষ্যতের স্বর্গীয় টুকরো,
হঠাৎ সকলে যেখানে ভয়-শূন্য নিশ্চিত আত্মবলে ঘোষণা করে নিজেকে,
সেই পথ যেন চিরকাল হয় শান্তির ও আমার জন্য ।
অনেক আগেই পুরনো হয়েছে মানবিক মূল্যবোধের আকার অঙ্গীকার,
এ সবের মেরামত আসু প্রয়োজন সে সাথে নৈতিক অবক্ষয় রোধ,
জীবনে আলো আসার সকল দৃশ্যমান ও সুপ্ত পথ হয়েছে রুদ্ধ,
সেজন্য আসে না শান্তি, বাসেনা ভালো তোমাকে আমাকে।
পৃথিবীর আঁখি এখনো সেই শিল্পময় সৌন্দর্য আদর্শের প্রতি,
আপসে মিটমাট করে নাও মুহূর্তে যে সব ছন্দপতন ঘটে,
ধ্বংস, গুলি, হত্যা মুছে ফেলো হৃদয়ের প্রেমময় অস্তিত্ব থেকে,
তাহলে সেই পথ হবে নিশ্চয়ই শান্তির ও আমার জন্য।