কৃত্রিমতা
গাজী আবদুল্লাহেল বাকী

নকল পৃথিবী গড়ে মানুষ
আসল পৃথিবীতে বসে,
কৃত্রিম কল্পনার ফানুস উড়ায়,
যেখানে ময়ূরপুচ্ছের মতো
এক বিস্ময়ের মর্যাদা অনুপস্থিত।
জীবনের মূহুর্তগুলো ঘুর্ণিবায়ুর মতো
তরঙ্গায়িত হয়, নব উত্থান নব সৃষ্টি আসে না।
যেন এক হিংসা-বিদীর্ণ বায়ুমণ্ডলে
অক্সিজেনের অভাব, নাইট্রোজেন পুড়ে গেছে
বোমার আগুনে। জ্বলতে থাকে মানুষ,
আগুন নিজে সব রঙ হারিয়ে ফেলে,
উজ্জ্বল চেহারায় নেমে আসে বীভৎসের বন্যা।  
তরবারির ধার ক্ষ্য়ে গেছে, বিবেকে ঝরছে রক্ত,
এত হত্যা ও ধর্ষণে সুন্দর তরবারি ও ভালবাসায়
জৌলুস নেই। পরিবর্তন এসেছে মহিমান্নিত ঐতিহ্যে।