চির যৌবনা শান্তি
গাজী আবদুল্লাহেল বাকী
পৃথিবীর বয়স অনেক,
নারীর ঐশ্বর্যের মত লাবণ্যে গড়া,
মহীয়সীর কৃষ্ণ ছন্দময় কেশের ন্যায়
এর সুদীর্ঘ সূক্ষ্ম ইতিহাস ।
মিশরের জ্যামিতি, ইটালির তেল রং অনেক দামী,
সভ্যতার বিশাল জলরাশির ওপর টলমল, এখনো হারিয়ে যায়নি ।
মাঝ বয়স পেরিয়ে কি বুড়ি হচ্ছে পৃথিবী;
পৃথিবীর সাথে সাথে অনেক পৃথিবী,
অনেক কিছু বুড়ো হয়
সৃষ্টির নিপুন কারুকাজ বুড়ো হয়,
মৃত চন্দ্র যৌবন পেরিয়েছে কবে?
তারকা পুঞ্জের বয়সের ইতিহাস আমাদের অজানা ।
বুড়ি পৃথিবী এখনো আছে বেঁচে,
অক্লান্ত ঋণের দরিয়ায় ডুবে আছে সে
সূর্যের নিকট, বুড়ো হয়না সূর্য কখনো
সেই কবে জন্ম কখন জানেনা কেউ ।
নেই যৌবন, নেই মাঝ বয়স, হয়তো ছিল না কোন শিশুকাল,
বুড়ো হয়না সূর্য কখনো, বুড়ো হয়না শান্তি কখনো,
চির যৌবনে টলমল পৃথিবীর আনাচে-কানাচে
শান্তির সূর্য, সূর্যের শান্তি,
এই নিয়েই বুড়ি পৃথিবী এখনো বেঁচে আছে ।