মহাকাল
গাজী আবদুল্লাহেল বাকী

আমি মহাকালের মুখ দেখেছি গতরাতে,
তাকে বিস্রস্ত ছিন্নভিন্ন মনে হয়েছে,
তার বিশাল অনিয়ন্ত্রিত দেহতে অনেক ইতিহাস;
ভৌগলিক রূপরেখা এঁকেবেঁকে চলেছে।
আমি দেখেছি আগন্তকের মতো
প্রাগৈতিহাসিক ঐতিহ্যের ভীষণ ঝড়,
মহাকাল তবুও থুবড়ে পড়েনি,
আমি দেখেছি তাকে গতরাতে অনেক দূরে।
আমি এক ঘন্টায় জেনেছি
একশ হাজারের স্বপ্নভঙ্গ, মৃদু উল্লাস,
আমি দেখেছি তাকে ছায়া ও ধোওয়ার
মধ্য হতে বের হতে কম্পমান অপুষ্পক;
অনেক নীড় শান্তির আশায় খালি পড়ে আছে-
তবুও বিব্রত নয় মহাকাল।