ঠাণ্ডা পানি
গাজী আবদুল্লাহেল বাকী

আমি অতৃপ্ত
আমাকে এক গ্লাস ঠাণ্ডা পানি দাও
কে দেবে পানি
কেউ তাকালো না
আমার গভীর তৃষ্ণার কথা
জেনেও জানলো না।
অতি সত্যি তৃষ্ণার্ত
এক মধু ছোড়া
এক গ্লাস দুধ এনে দিলো
বড়োই হন্তদন্ত, হৃদয় ক্লান্ত
আমার পানির তৃষ্ণা
সে দিলো দুধ, সে জেনেই দিয়েছে, নাকি না জেনেই দিয়েছে
পানির বদলে দুধ—দামী খাবার
কিন্তু আমার তৃষ্ণা মেটে না
মধু কিছুই বলে না
বাহ! অতি মানব।

আমি এখনও তৃষ্ণার্ত
টকশোর পণ্ডিত ওরে বাবা
ঝড় ঝড় বয়ে গেলো
যুক্তি দার্শর্নিক জাতির বিবেক
তৃষ্ণা এতোই বাড়লো
সব, ওরে বাবা সব কি আর বুঝি যুক্তি
আমি এতোবড়ো মূর্খ আছে নাকি পৃথিবীতে!
আগে জানা ছিলো না।    
একগ্লাস ঠাণ্ডা পানি চাই
আমার কথা কেউ শুনলো না
নদনদী, পুকুর, কলসী ভরা পানি
কেউ ঠাণ্ডা পানি দিলো না
আমার তৃষ্ণা বেড়েই চললো
মধুর কথা মনে হয় বড়ো হৃদয়
কোথায় পাবো ঠাণ্ডা পানি?
কেউ সন্ধান করলো না কেহই সম্মান দিলো না।
পাঁজরের আগুন নেভাতে
তাই ঠাণ্ডা পানি চাই
কে বললো কচি মেয়ের তৃষ্ণা জ্বলছে  
আরে আমিতো চাই মাটি
খুব বড়ো এক মোটা ক্ষমতার সিংহাসন
যার শরীর দিয়ে তেল গড়িয়ে পড়ে
আমরা করেছি দেশ স্ব।ধীন
তোরা শয়তান চুপ হয়ে যা
বেয়োনেট দিয়ে খুঁচে
শ্যামল মাটি থেকে
ঠাণ্ডা পানি বের করবোই।