ক্যাকটাস
গাজী আবদুল্লাহেল বাকী
মহাশূন্যের অন্তহীন মরু সাহারায় ঘুরছে
আমাদের পৃথিবী, দুলছে তারি সাথে হৃদয় আমাদের,
তবুও পৃথিবী একটি ক্যাকটাস,
সবুজ, হালকা লাল, নীলাভ।
ক্যাকটাসে রঙের ভিতর অনেক প্রচণ্ড বেদনা, রক্তের প্রাবল্য,
তীর্যক বেদনাদায়ক ছোট, বড়ো, সুঁচালো
কণ্টকের মেলা আহা মনোরম, কতো বিভৎস জীবনের পৃথিবী।
প্রাণহীন শূন্যে ক্যাকটাস প্রাণে আমাদের যৌবন গান
খোঁচায় বিদ্ধ, জর্জরিত সব শেষ না হতেই
বেজে ওঠে করুণ বিউগল।
দিনান্তের অস্ত শেষ না হতেই
চোখের সামনে ভেসে ওঠে
বিস্তর মহাশূন্য অন্তহীন বালুর রাজ্যে
একটি ক্যাকটাসের অনেক চেহারা, অনেক কাঁটা
আমার একের মধ্যে অনেক আমি
ক্যাকটাসের চরণ গাঁথা লেখা শেষ হলো না
আমি আর ক্যাকটাস তার আগেই একাকার,
নিসন্দেহে পৃথিবী একটি দোদূল্যমান ক্যাকটাস।