ব্যবসা
গাজী আব্দুল্লাহেল বাকী
জাহাজের হল তাই ভিড়
দিকে দিকে ফেলেছে নঙ্গর
সাগরের বুকে খেয়েছে চিড়
এখানে বেসাতির বড় দর।
দুটো জাহাজের ভেঙে গেছে হাল
দুটোর বিগড়ে গেছে কল
বন্দরের ঘরে তোলে মাল
বিদেশের নানা রকম ফসল।
আমদানি হল জীবনের ঘাম
মালগুলো এলো রক্তের ক্রন্দন
ভেবে দেখো এখন কত এর দাম
জীবনের ভাজে ভাজে কথা কয় মন।
শব্দ হয় (ক্রনের উৎপাত
জেটির কিনারে ভাঙ্গে ঢেউগুলো ছল
কোম্পানির লোক পাশে কুপোকাত
গেছে ভেঙে কোমরের বল।
দূরে শুধু হাঁক ডাক
কুলিদের মিষ্টি চেঁচামেচি
লোহাভরা হাঁসগুলো ডেকে ওঠে পাক
ওপাশে দাঁড়িয়ে আমি দেখিতেছি।
ব্যবসায় সুবিধা নেই আর
রপ্তানি ভালো হলে আমদানি হয়
এখন সাগরে কড়া পারাপার
ঘুন ধরা জাহাজে ডোবার ভয়।