কালোরে কালো  
গাজী আবদুল্লাহেল বাকী

এই পৃথিবীর আঁধার কালো,
কয়লা কালো কোকিল কালো,  
মানুষ মাথার চুল কালো,
কাকের গায়ের রঙটি কালো,
চোখের ভুরু বেজায় কালো,  
কালো রঙের বাহার কালো,
কোদালে মেঘের রূপটি কালো,
কালি কালো কার্বন কালো,
অনেক পাথর দেখতে কালো,
ছায়া কালো ধোওয়া কালো,
লক্ষ চোখের মনি কালো,
জলের অতল তলে কালো,
বিজন গুহার মধ্যে কালো,
দুঃখ কালো বিষাদ কালো,
আলোর শিখার প্রান্ত কালো,
নি(গ্র। কালো মৃত্যু কালো,  
চোখ বুজালে দেখতে কালো,
লোহা কালো, পীচ কালো,
অন্ধ জনের দুনিয়া কালো,
কালো মানষ দেখতে কালো,
অমানিশার রঙটি কালো,
পাপ কালো কলঙ্ক কালো,
গোপন হাতের টাকা কালো,
কালোর অধিক আরো কালো,
মোনাফেকের মনটি কালো,
কিন্তু সবার অধিক কালো,
হিংসা ভরা মানব হৃদয় ।