একটি তারা ডাকবে
গাজী আবদুল্লাহেল বাকী
আমার ভালোবাসা তোমাকে শেষ হলে
খুঁজবো না কোনদিন এ নির্জন পাহাড়ে পাহাড়ে পাতায় পাতায়
খুঁজবো না শুকনো ডালে লতার মাঝে
মাটি কাকর আর ছোট নীল পাথরে
আহা! তোমার তুলতুলে রং ভেসে যায়
দেখবো না কোনদিন ।
এই দেখা পৃথিবীর মায়া সব শেষ
অন্ধকারে নীল সমুদ্রের সাদা রং যেদিন চোখে স্থির,
ফিরে যাবে ভেসে আসা সুদূর বিদেশ
আর তোমার ছবি; সব তারা নিভে সেদিন
একটি তারা ডাকবে আমায়
চলে এসো ।
দেখবো না এ পৃথিবীর কোন রং আর
ভুলে যাব স্মৃতির নিষ্প্রাণ চোখ, কবরের অনুভূতি
নিঃশ্বাসে দুলবে না সে ঝুলগুলো আর
চোখের সামনে ছাতার আলো, মরা গরুর চোখ
দুর্লভ আশা, আধ গ্লাস পানি
নিয়ে ফিরে যাব শান্তির সীমানায় ।