একদল ছেলে
গাজী আব্দুল্লাহেল বাকী
ঘুরে ফিরে খেলা করে
পুকুরের ওই পারে একদল ছেলে
ফাগুনের মেঘলায়
ধুমল বিকেলে একদল ছেলে।
জোনাকির মত তারা
হৃদয়ের একদল ছোট ছোট দুত
কমলের পাতা পেতে
গায়ের অবুঝ তিন চার পুত।
গান গায়, হাসি হাসে
চোখে চোখে চোখ রাখে একদল ফুল
জীবনের পাপড়ি
খসে না তাদের সুগন্ধ বকুল।
আকাশের ছোট তারা
মিটিমিটি কথা বলে ছোট ছোট বীর
ঘাস হৃদে পিঠ ঘষে
বোঝেনা নিষ্পাপ জীবনের ভিড়।
ছেলেগুলি কাহাদের
এ গায়ের ও বাড়ির ও পাড়ার শিশু
বিকেলে প্রভাত যেন
জীবনে তাদের, ছোট চঞ্চল মিশু।
লাভ দেয় ঝাপ দেয়
তালি দিয়ে তাল দেয় আকাশের নিচে
তবুও সময়ে তারা,
সব ভুলে খেলে জীবনের পিছে।
গোধূলি চাঁদিমা পর
তারা সবে মিলেমিশে ঘরে চলে ওই
দেখা যায় সাতজন
নেচে নেচে গেয়ে চলে তাথৈ তাথৈ ।
ঝোপঝাড় গাছপালা
পথ বুকে তারা চলে শান্তির পাখা মেলে
খেলা শেষে বাড়ি ফেরে
পুকুরের পার হতে একদল ছেলে।
27 শে ফাল্গুন, ১৩৭৭ উকশা