এক ঝাঁক শান্তির তারা
গাজী আবদুল্লাহেল বাকী
তাকিয়ে দেখো আকাশে মেঘের আনাগোনা,
ঝরছে শান্তির ধারা অঝোর ধারায়,
উদ্বেলিত নিষ্প্রাণ তাকিয়ে যে আশায়,
কিন্তু তোমার চোখের মেঘ হতে ঝরে
শুধু শান্তিহীন অন্ধকার অশ্রুধারা ।
তাকিয়ে দেখো নিসর্গের বিচিত্র দেহে,
ফুলে-ফলে পত্র-পুষ্পের সৌন্দর্য হতে
ঝরে শুধু ক্লান্তিহীন শান্ত নিরবতা
যে আশায় জগত বাঁচার উর্বর তাগিদ লাভ করেছে
কিন্তু তোমার কর্ম হতে ঝরে শুধু রক্তের ফোয়ারা ।
দেখেছি তোমাকে উদগ্র কথায় গোলাপের মতো
দেখেছি তোমাকে বাসনা ছড়াতে স্বপ্নীল ঘাসের মতো
দেখেছি তোমাকে কণ্ঠ ঝরাতে কোকিলের বসন্তের মতো
দেখেছি তোমাকে খন্ড খন্ড গাড়িতে, বাড়িতে, দোকানে, কাগজে,
নারী পুরুষের ঠোঁটের আড়ালে,
তবু কেন ‘নেই শান্তি’ বলে জেগে উঠি হট্টগোলে
সবকিছু ছেড়ে উঠে এসো নিজেকে ভুলে,
সহজ কথা কম বল, মাটির মানুষের চোখে চোখ রাখো,
নিষ্ঠুর আমিত্বের সুস্পষ্ট কবর রচনা কর,
শান্তির আকাশে দেখো শাশ্বত প্রেরণার এক ঝাঁক তারা ।