ভুলেও যদি পারতাম ভুলতে
অন্ধ চোখ একটু খুলতে,
ভেতরে ভয়ানক ঝড় তুলতে
ভলবাসি না একবার বলতে।
ভুল করেও যায় না ভোলা
মনের দুয়ার থাকুক খোলা
ভুলতে গেলে ভুলতে হয় আপন
অনেক যত্নে নিয়েছে যে ভুবন,
সারাদিন দু নয়ন
উদাসিন দুটি মন
ক্ষণে ক্ষণে আনমনে তাই
ভুল করেও ভোলা না যায় ।
রোজ রোজ কারো বিনে কেউ
তুলে না তুমুল ঢেউ
ভুল করার ভুল বানান
অনাবিল প্রেমের সুঘ্রাণ।