চোখে ডুবে চোখ
ছুঁয়ে দীঘল চুল,
হয় যদি হোক
একটু তবে ভুল ।
মাতাল ঘ্রাণ ছড়ায়
অনাবৃত স্নিগ্ধ তনুমন,
লোমকূপে আটকে থাকে
মোহনীয় ক্ষণ ।
বাধ ভেঙ্গে নাছোড়
নদ হয়েছে সাগর,
রাত হারায় মর্ত্যলোক
ভুল যদি হয় হোক ।
বিচ্ছিন্ন ভাবনা এলোমেলো
মোহ বিভ্রমে অগোছালো ,
বুক মেলে পাজর
সুখ দেয় আঁচড় ।